Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলমান প্রশিক্ষণের তালিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

                               তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,তাহিরপুর, সুনামগঞ্জ।


স্মারক নম্বর: ০৫.৪৬.৯০৯২.০০০.০৬.০৪৬.১৭-

তারিখ:

২২ ফাল্গুন ১৪২৮

০৭ মার্চ ২০২২


বিষয়: ডি-নথি সিস্টেমের ওপর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণে মনোনয়ন প্রসংগে

 

সূত্র:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের স্মারক নংঃ ৫৬.০৪.০০০০.০১০.৩৫.০০৩.২১.২১৬তারিখঃ ২৯/১২/২০২১


উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের (উপজেলা পর্যায়ের)  জন্য ডি-নথি সিস্টেমের ওপর আগামী ২৯-৩১ মার্চ, ২০২২ তারিখ  ০৩ ( তিন ) দিন ব্যাপী অনলাইন প্লাটফর্ম জুম এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে নিন্মবর্ণিত কর্মকর্তাগণকে মনোনয়ন প্রদান করা হল।


ক্রমিক নং

অফিসের নাম

মোবাইল নম্বর

০১

জনাব করুনা সিন্দু চৌধুরী বাবুল

চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তাহিরপুর, সুনামগঞ্জ

০১৭১৫-২৭৯০৯৬

০২

জনাব মোঃ রায়হান কবির

উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭৩০-৩৩১১০৯

০৩

জনাব মোঃ আলাউদ্দিন

সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭৩০-৩৩১১১০

০৪

জনাব হাসান-উদ-দৌলা

উপজেলা কৃষি কর্মকর্তা, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭১৭-৩১৮৫৭২

০৫

জনাব ডাঃ হাবিব আহমেদ

 উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭৬১-৭৪৬৪৩০

০৬

জনাব সরোয়ার হোসেন

উপজেলা মৎস্য কর্মকর্তা, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭১৭-৩১২৭০০

০৭

জনাব মোঃ ইকবাল কবীর

উপজেলা প্রকৌশলী, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭১২-২১৪৯৫০

০৮

জনাব সৈয়দ আবুল খায়ের

উপজেলা শিক্ষা কর্মকর্তা, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭১১-৯৪২২২১

০৯

জনাব মোঃ মিজানুর রহমান

 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭১২-৯৯৩৭৩৭

১০

জনাব তৌফিক আহমেদ

উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭১৭-৩৮৯৩৩৯

১১

জনাব ইকবাল হোসেন

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭১৮-৩০৪৫৪৩

১২

জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক

উপজেলা নির্বাচন অফিসার, তাহিরপুর, সুনামগঞ্জ

০১৭১৭১১৮৯৭৪

১৩

জনাব জাহাঙ্গীর হোসেন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তাহিরপুর,সুনামগঞ্জ

০১৭২২-২২৭৯০৪

১৪

জনাব মোঃ শুকুর আলী

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭১৯-৮৬৭৪৪৫

১৫

জনাব মোঃ আবু সায়েম

ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭১৬-২৫৬১৯০

১৬

জনাব শহিদুল ইসলাম

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, তাহিরপুর, সুনামগঞ্জ।


০১৭৩৫-৪৩২৩৯৩

১৭

জনাব মোহাম্মদ রমজান আলী

উপজেলা হিসাবরক্ষণ অফিসার

০১৭২৪-৯৮৩৮৭১

১৮

জনাব মনোলাল রায়

ব্যাবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭১৬-৯৩৭৯২৩

১৯

জনাব শফিকুল ইসলাম

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭১২-৭০৭৯৩১

২০

জনাব আল-আমিন

উপ-সহকারী প্রকৌশলী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭২৬-২১০৮৭৫

২১

জনাব সাবিনা ইয়াসমিন

তথ্য কর্মকর্তা (তথ্য আপা), তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৩১৩-৭০৪৩৫৯

২২

জনাব  সঞ্জয় কুমার রায়

অফিস সুপার

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭১৬-৯৬৯২২২

২৩

জনাব মোঃ আব্দুর রকিব পাঠান

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭১৩-৮০৫৯২৭

২৪

জনাব প্রদীপ চন্দ্র শীল

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

০১৭১৮-৯৭৭৩৭৮

২৫

জনাব মোঃ জহিরুল হক

সাটঁমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (সিএ)

উপজেলা পরিষদ, তাহিরপুর, সুনামগঞ্জ।

০১৭২৬৫৩৮১১৫


এমতাবস্থায় উক্ত প্রশিক্ষণে কম্পিউটার ও ইন্টারনেট কানেকটিভিটি সহ তাঁর স্ব-স্ব দপ্তর হতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।


Meeting ID: 434 139 6898

Passcode :  202020



মোঃ রায়হান কবির

উপজেলা নির্বাহী অফিসার

তাহিরপুর, সুনামগঞ্জ।

ই-মেইল: unothirpur@mopa.gov.bd



স্মারক নম্বর: ০৫.৪৬.৯০৯২.০০০.০৬.০৪৬.১৭-

তারিখ:

২২ ফাল্গুন ১৪২৮

০৭ মার্চ  ২০২২


সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হল:

১) প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।
২) জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ।
৩) উপ-পরিচালক, অর্থ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
৪) প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ।

৫) সিস্টেমস ম্যানেজার, আইসিটি অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা-১২০৭।

৬) মোঃ ইমরান হোসেন, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তাহিরপুর, সুনামগঞ্জ (প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হল )।
৮) অফিস কপি।


 


                 মোঃ ইমরান হোসেন
                সহকারী প্রোগ্রামার